লেভানডভস্কি জাদুতে জার্মান কাপের ফাইনালে মিউনিখ

ফুলটাইম বায়ার্ন মিউনিখ ২ – ১ ফ্রাঙ্কফুর্ট

লেভানডভস্কির মৌসুমের ৪৫তম গোল বায়ার্ন মিউনিখকে ফাইনালে তুলতে টনিক হিসাবে কাজ করে। যদিও সেমিফাইনালে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয়টা মোটেও সহজ অর্জন করতে পারেনি তার দল। তার অসাধারন নৈপুন্যে টানা তৃতীয় বারের মত ফাইনালে উঠার মর্যাদা লাভ করল।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথম থেকেই বায়ার্নের রক্ষনভাগ ফ্রাঙ্কফুর্টকে কঠোরভাবে নিয়ন্ত্রন করে। মিউনিখ প্রথম দিকে অনেকগুলো সুযোগ সৃষ্টি করলেও ইভান পেরিসিচের গোলের মাধ্যমেই ১৪ মিনিটের মাথায় খেলায় প্রথম লিড নিতে পেরেছিল। এরপর বায়ার্নের আক্রমণভাগ প্রথমার্ধে চেস্টা করলেও একটি গোলেই সন্তুষ্ট থাকতে হয়।

ফ্রাঙ্কফুর্ট তাদের সাদা এওয়ে শার্টের পেছনে ব্ল্যাক লিভ ম্যাটার স্লোগান দিয়ে খেলতে এসেছিল। সেই স্পিরিটেই তারা দ্বিতীয় হাফে খেলায় ফিরে এসেছিল বদলি খেলোয়াড় ডেনি ডি কস্টার গোলে।

কিন্তু মাত্র ৬ মিনিটের মাথায় বায়ার্ন মিউনিখ চালকের আসনে চলে আসে লেভানডভস্কির গোলে। যদিও প্রাথমিকভাবে গোলটি অফসাইডের জন্য বাতিল ঘোষণা করা হয় কিন্তু পরে ভিডিও রেফারির বায়ার্ন পক্ষে সিধান্ত দেন।

আগামী ৪ জুলাই বার্লিনে হবে কাংখিত সেই ফাইনাল ম্যাচ যেখানে শিরোপার জন্য তাদের হারাতে হবে বায়ার লেভারকুজেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *