ইংল্যান্ড সফরের আগে করোনার ছোবলে নাজেহাল পাকিস্তান

কিছুদিন আগেই পাকিস্তান ইংল্যান্ড সফরের জন্য তাদের ২৯ সদস্যের দল ঘোষণা করে। কিন্তু তারা ক্রিকেটে ফেরার ক্ষেত্রে বড় ধাক্কা খেল ঘোষিত ২৯ জনের মধ্যে ১০ জন খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায়।

পাকিস্তান আগামী সেপ্টেম্বোরে ইংল্যান্ড টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে। করোনার ঝুঁকি এড়ানোর জন্য সিরিজ শুরুর বেশ আগে-ভাগেই ইংল্যান্ডে ওড়াল দেওয়ার কথা ছিল এবং সফরকারী দলকে থাকতে হবে কোয়েরান্টাইনে । এজন্য আগামী ২৮ জুনই পাকিস্তানের যাওয়ার কথা ছিল।

ইংল্যান্ডে পা দেওয়ার আগে পাকিস্তান প্রাথমিক দলের সব ক্রিকেটারদের পর্যায়ক্রমে করোনা টেস্ট করা হচ্ছে । আর সে পরীক্ষায় ২৯ জনের মধ্যে ১০ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি মিলেছে।

খেলোয়াড়দের নমুনা সংগ্রহের পর রোববার ফলাফল জানা গিয়েছিল ৫ জন ক্রিকেটার । এর মধ্যে তিন ক্রিকেটারের হায়দার আলী, শাদাব খান, হারিস সোহেল করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। আরও ৭জন ক্রিকেটারের শরীরে করোনা থাকার খবর এসেছে মঙ্গলবার – ফকর জামান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ সহ শীর্ষ ক্রিকেটার গন। যার ফলে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *