শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার সাকিব আল হাসান

কোন রাখঢাক বলা যায় সাকিব আল হাসান বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার। আইসিসি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এর প্রতিফলন আমরা যথেস্টবার দেখেছি। তাছাড়া ২০১৯ বিশ্বকাপে নজরকাড়া নিদর্শনের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এদিকে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের তালিকায় দুই নাম্বারে রেখেছে ক্রিকেটের বিখ্যাত সাময়িকী উইজডেন মান্থলী।

ক্রিকভিজ নামক পরিসংখ্যান বিশ্লেষক সংস্থার যৌথভাবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচন করেছে মান্থলি।

জুলাইয়ে সাময়িকীটি এই তালিকা প্রকাশ করে। যেখানে সাকিবের ঠিক উপরে স্থান পেয়েছেন আরেক প্রাক্তন ইংলিশ অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটপ।

ফ্লিনটপ ১৯৯৯ সালে অভিষেক করে ১৪১ ওয়ানডেতে ৩২.০১ গড়ে ৩৩৯৪ রান করেছেন এবং বোলিংয়ে ২৪.৩৮ গড়ে ১৬৯ উইকেট নিয়েছেন।

অন্যদিকে সাকিব আল হাসান ২০০৬ সালে গুড়াপত্তন করে ২০৬ ম্যাচে ৩৭.৮৬ গড়ে ৬৩২৩ রান করেছেন ও বল হাতে ২৬০টি উইকেট শিকার করেছেন ৩০.২১ গড়ে।

উইজডেন মান্থলি এই তালিকা শুধুমাত্র রান ও উইকেটের আলোকে করেনি, বরং ক্রিকভিজের ডেটা বিজ্ঞানী স্যাম গ্রীনের সূত্রের সাহায্যে করা হয়েছে। সেক্ষেত্রে পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষের ক্রিকেটারদের পারফরম্যান্স ও বিবেচনা করে দেওয়া হয়েছে। পয়েন্টের হিসাবে সাকিব ফ্লিনটপ থেকে মাত্র ০.৫ ব্যবধানে পিছিয়ে আছেন।

টেস্টে সেরার খেতাব প্রত্যাশিতভাবে পেয়েছেন শ্রীলংকান কিংবদন্তী স্পিন বোলার মুত্তিয়া মুরালিধরন । এরপরই রয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সাকিব এই তালিকায়ও রয়েছেন ৬ নম্বরে।

টি-টুয়েন্টির তালিকায় শীর্ষে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। যদিও এই তালিকায় সেরা বিশের ভিতর জায়গা হয়নি সাবেক এক নাম্বার অলরাউন্ডারের।

টেস্টে সবচেয়ে মূল্যবান দশ ক্রিকেটার

ক্রমিকনামদেশরেটিং
মুত্তিয়া মুরালিধরনশ্রীলংকা৯৭.৫
রবীন্দ্র জাদেজাভারত৯৭.৩
স্টিভ স্মিথঅস্ট্রেলিয়া৯১.৭
গ্লেন ম্যাকগ্রাঅস্ট্রেলিয়া৮৯.৬
শন পোলক দক্ষিণ আফ্রিকা৮৪.৯
সাকিব আল হাসানবাংলাদেশ৮৪.২
জ্যাক ক্যালিসদক্ষিণ আফ্রিকা৮৩.৯
রবিচন্দন অশ্বিনভারত৮৩.৯
প্যাট কামিন্সঅস্ট্রেলিয়া৮৩.৩
১০শেন ওয়ার্নঅস্ট্রেলিয়া৮১.০২

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে মূল্যবান দশ ক্রিকেটার

ক্রমিকনামদেশরেটিং
এন্ড্রু ফ্লিনটপইংল্যান্ড২১.৩
সাকিব আল হাসান বাংলাদেশ২০.৮
গ্লেন ম্যাকগ্রঅস্ট্রেলিয়া২০.৬
এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা২০.৪
কেন উইলিয়ামসনিউজিল্যান্ড১৯.১
বিরাট কোহলিভারত১৮.৯
শন পোলকদক্ষিণ আফ্রিকা১৭.১
হাশিম আমলাদক্ষিণ আফ্রিকা১৭.১
নাথান ব্র্যাকেনঅস্ট্রেলিয়া১৭.০
১০জ্যাক ক্যালিসদক্ষিণ আফ্রিকা১৬.৯

টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে মূল্যবান দশ ক্রিকেটার

ক্রমিকনামদেশরেটিং
রশিদ খানআফগানিস্তান৭.১
জাসপ্রিত বুমরাভারত৬.৭
ডেভিড ওয়ার্নারঅস্ট্রেলিয়া৬.২
সুনীল নারাইনওয়েস্ট ইন্ডিজ৬.২
এবি ডি ভিলিয়ার্সদক্ষিণ আফ্রিকা৫.৭
ক্রিস গেইলওয়েস্ট ইন্ডিজ৫.৬
এভিন লুইসওয়েস্ট ইন্ডিজ৫.৫
লাসিথ মালিঙ্গাশ্রীলঙ্কা৫.২
ওয়াহাব রিয়াজপাকিস্তান৫.০
১০কুইন্টন ডি ককদক্ষিণ আফ্রিকা৫.০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *