বর্ণবাদী আচরণের বিরুদ্ধে সরব মুশফিক

সমগ্র বিশ্ব বর্ণবাদী আন্দোলনে যখন তোলপাড় বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম একাত্মা প্রকাশ করলেন টুইটারের মাধ্যমে। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমকে বেছে নিয়েছেন প্রতিবাদের জন্য।

ছবি ক্রেডিটঃ মুশফিকুর রহিম টুইটার

পুলিশের নৃশংসতায় গত মাসে জর্জ ফ্লয়েড মারা যাওয়ায় সমগ্র বিশ্বে আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে করোনা ঝুঁকি উপেক্ষা করে অনেকে বিক্ষোভ ও আন্দোলন যোগ দিয়েছেন। এবার মুশফিকুর রহিম তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে একটি প্ল্যাকার্ড হাতে বর্ণবাদের বিরুদ্ধে তার অবস্থান পরিষ্কার করেছেন।

অবশ্য ক্রিকেটে ও বর্ণবাদ আচরণের বাইরে নয়। কয়েকদিন আগে ড্যারেন স্যামী সানরাইজেজ হায়দ্রাবাদে তার বিরুদ্ধে হওয়া আচরন সবার সামনে খোলসা করেছেন। তাছাড়া ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলা মাইকেল কারবেরি নিজের দেশে বর্ণবাদ শিকার হওয়ার কথা জানিয়েছেন।

মুশফিকের এই প্রতিবাদের প্রশংসা অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *