ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সাঙ্গাকারা-জয়াবর্ধনের পাল্টা জবাব

২০১১ সালে মুম্বাইয়ে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জয় বিক্রি করে দিয়েছিল বলে অভিযোগ করেছিলেন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথাগমাগে। এমন অভিযোগ উড়িয়ে দিয়ে জবাব দিয়েছেন শ্রীলংকার সাবেক কিংবদন্তী ক্রিকেটার সাঙ্গাকারা ও জয়াবর্ধনে।

ওই ম্যাচটিতে দুর্দান্ত এক সেঞ্ছুরী করেছিলেন মাহেলা জয়াবর্ধনে। ৮৮ বলে ১০৩ রানের এক অসাধারন ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। টুইটারে লিখেছেন “ইলেকশন কি সামনে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে। নামগুলো ও প্রমান কই ” ।

জয়াবর্ধনের টুইটিকে আবার রি-টুইট করেছেন আরেক সাবেক শ্রীলংকান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। ২০১১ বিশ্বকাপর শ্রীলংকার অধিনায়ক বলেন “তার উচিৎ প্রমাণগুলো আইসিসির কাছে দেওয়া যাতে এই দাবির সঠিকভাবে হয়”

ফাইনালে ভারতকে ২৭৪ রানের টার্গেট দিয়েছিল শ্রীলংকা। টার্গেট তাড়াতে নেমে ভারত প্রথম দিকে দ্রুত কিছু উইকেট হারালেও শেষ পর্যন্ত গম্ভীর ও ধোনীর ইনিংসের উপর নির্ভর করে লক্ষ্যে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *